রজব ১৪৪৪ || ফেব্রুয়ারি ২০২৩

মুহাম্মাদ এহসানুল হক - নোয়াখালী

৬১০২. প্রশ্ন

কয়েকদিন আগে আমাদের গ্রামের বাড়ীর এক মহিলা গর্ভবতী অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার গর্ভে নয় মাসের সন্তান ছিল। মৃত্যুবরণ করার পর তার পেটের ভেতর নড়াচরা দেখে ধারণা করা হয় তার  গর্ভের সন্তানটি এখনো জীবিত আছে। তখন তাকে দ্রুত অপারেশন করা হয়। বাচ্চা বের করে দেখা যায় বাস্তবেই বাচ্চাটি জীবিত। জানার বিষয় হল, মৃত মহিলাটিকে এভাবে অপারেশন করা কি জায়েয হয়েছে? এ সময় শরীয়তের বিধান কী ছিল?

উত্তর

হাঁ, উক্ত অবস্থায় মৃত মহিলাকে অপারেশন করে বাচ্চা বের করা জায়েয হয়েছে। কেননা এমন অবস্থায় গর্ভস্থ সন্তানকে জীবিত বের করা সম্ভব হলে দ্রুত অপারেশন করে বের করে আনাই বিধান।

-তুহফাতুল ফুকাহা ৩/৩৫৪; আততাজনীস ওয়াল মাযীদ ২/২৪৬; ফাতাওয়া খানিয়া ১/১৮৮ফাতহুল কাদীর ২/১০২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫৭আদ্দুররুল মুখতার ২/২৩৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন