রজব ১৪৪৪ || ফেব্রুয়ারি ২০২৩

মুহাম্মাদ সাঈদ - মুরাদনগর, কুমিল্লা

৬০৯৬. প্রশ্ন

কয়েকদিন আগে আমি একজন বিকাশ দোকানদারকে একটি নাম্বারে দুই হাজার টাকা পাঠাতে বলি এবং তাকে দুই হাজার চল্লিশ টাকা দিয়ে দিই। আর যেই নাম্বারে টাকা পাঠাবে ঐ নাম্বারটি সঠিকভাবে একটি কাগজে লিখে দিই। বিকাশ দোকানদার নাম্বার ভুল করে টাকাগুলো অন্য কারো কাছে পাঠিয়ে দেয়। সে অনেক চেষ্টা করেও ঐ টাকাগুলোর ফেরত আনতে সক্ষম হয়নি।

এখন জানার বিষয় হল, আমি কি ঐ বিকাশ দোকানদার থেকে ঐ টাকা নিতে পারব?

উত্তর

হাঁ, বাস্তবেই যদি বিকাশ এজেন্ট আপনার দেয়া নাম্বারে টাকা পাঠিয়ে না থাকে, তাহলে আপনি ঐ পুরো টাকা তার থেকে ফেরত নিতে পারবেন। ভিন্ন নাম্বারে টাকা প্রেরণের খেসারত সে দেবে। তা আপনাকে বহন করতে হবে না।

-ফাতাওয়া খানিয়া ২/৩৪০; আলমুহীতুর রাযাবী ৬/৫৫৮; আলমুহীতুল বুরহানী ১২/৮১; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/৩২০; ফাতাওয়া হিন্দিয়া ৪/৫০৬; শরহুল মাজাল্লা, আতাসী ২/৭৩৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন