রজব ১৪৪৪ || ফেব্রুয়ারি ২০২৩

মানিক সরদার - বরিশাল

৬০৯৩. প্রশ্ন

বাজারে আমার একটি কাপড়ের দোকান আছে। কাপড় কেনার সময় প্রায়ই কাস্টমারকে বলে দেই, এখনই ভালোভাবে দেখে নিন; পরবর্তীতে কোনো সমস্যার কারণে কিন্তু পণ্য ফেরত নেওয়া হবে না।

মুহতারামের কাছে জানতে চাই, এভাবে শর্তের সাথে পণ্য বিক্রি করা জায়েয আছে কি? শরীয়তের দৃষ্টিতে এতে কোনো অসুবিধা নেই তো? আশা করি জানিয়ে বাধিত করবেন।

 

উত্তর

হাঁ, এভাবে শর্তের সাথে পণ্য বিক্রি করা জায়েয আছে। এতে কোনো অসুবিধা নেই। ক্রেতা এ শর্ত মেনে নিয়ে পণ্য ক্রয় করলে পরবর্তীতে পণ্যে কোনো সমস্যা দেখা দিলে ক্রেতার জন্য পণ্যটি ফেরত দেওয়ার সুযোগ থাকবে না

-মুআত্তা ইমাম মুহাম্মাদ, বর্ণনা ৯৬৪; শরহু মুখতাসারিত তাহাবী ৩/৭৫; বাদায়েউস সানায়ে ৪/৫৪৬; আলমুহীতুল বুরহানী ১০/১৫৬; আলবাহরুর রায়েক ৬/৬৬; আদ্দুররুল মুখতার ৫/৪২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন