আকরাম - ভোলা
৬০৮৯. প্রশ্ন
আমাদের জামে মসজিদের নিজস্ব একটি মার্কেট আছে। এর বাৎসরিক আয় থেকে মসজিদ কমিটি মসজিদের নামে আরেকটি মার্কেট করার জন্য বাজারের মধ্যে ২ কাঠা জমি ক্রয় করেছিল। সম্প্রতি বিভিন্ন কারণে মসজিদ কমিটি উক্ত জমিটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এখন প্রশ্ন উঠেছে যে, মসজিদ কমিটির জন্য মসজিদের এই সম্পতি বিক্রি করা জায়েয হবে কি না?
তাই মুহতারামের কাছে জানতে চাই, মসজিদেরই স্বার্থে মসজিদ কমিটির জন্য উক্ত জমিটি বিক্রি করা জায়েয হবে কি? আশা করি জানিয়ে বাধিত করবেন।
উত্তর
ওয়াকফের আয় দিয়ে ক্রয়কৃত জমি মূল ওয়াকফের সম্পত্তির মতো নয়। তাই এ ধরনের সম্পত্তি মসজিদের প্রয়োজনে বিক্রি করা জায়েয। সুতরাং মসজিদের কল্যাণে কমিটির জন্য প্রশ্নোক্ত জমিটি উপযুক্ত মূল্যে বিক্রি করা জায়েয হবে।
-আলহাবিল কুদসী ১/৫৫১; আলমুহীতুল বুরহানী ৯/১৩৮; ফাতাওয়া খানিয়া ৩/২৯৭; ফাতাওয়া তাতারখানিয়া ৮/১৮০; আলবাহরুর রায়েক ৫/২০৭; রদ্দুল মুহতার ৪/৪১৬