রজব ১৪৪৪ || ফেব্রুয়ারি ২০২৩

হাবীবুর রহমান - মুন্সিগঞ্জ

৬০৮৮. প্রশ্ন

কিছুদিন আগে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন আমি মান্নত করেছিলাম, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেন তাহলে আমি কয়েকটি নফল রোযা রাখব। তবে আমি রোযার কোনো সংখ্যা নির্দিষ্ট করিনি।

মুহতারামের নিকট জানতে চাই, এখন আমাকে মান্নত পুরা করার জন্য কয়টি রোযা রাখতে হবে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে মান্নতের তিনটি রোযা রাখতে হবে। কেননা রোযার মান্নত করার বিষয়ে যদি সংখ্যা নির্দিষ্ট করা না হয় তাহলে অন্তত তিনটি রোযা রাখতে হয়।

-কিতাবুল আছল ২/২৮০; আলমুহীতুর রাযাবী ৪/৫৪১আলমুহীতুল বুরহানী৬/৩৫৪ ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ২/১৬০আলবাহরুর রায়েক  ৪/২৯৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন