শামসুন্নাহার - কুমিল্লা
৬০৮৭. প্রশ্ন
আমাদের গ্রামের একটি মেয়ে শিশুকে আমি কয়েকদিন দুধ পান করিয়েছিলাম। তখন তার বয়স ছিল এক বছর। সে এখন বড় হয়েছে। এখনো সে আমাকে তার মায়ের মতো সম্মান করে। কয়েকদিন আগে তার বিয়ে হয়েছে। মাঝে মাঝে সে তার স্বামীকে নিয়ে আমাদের বাড়ীতে বেড়াতে আসে। জানতে চাই, আমি কি তার স্বামীর সঙ্গে দেখা করতে পারব?
উত্তর
আপন মেয়ের স্বামীর মতো দুধ মেয়ের স্বামীও মাহরাম। সুতরাং আপনি আপনার দুধ মেয়ের স্বামীর সাথে দেখা করতে পারবেন।
-কিতাবুল আছল ১০/২৮৫; আলহাবিল কুদসী ১/৩৭৫; তাবয়ীনুল হাকায়েক ২/৪৬৩; আলবাহরুর রায়েক ৩/৯৪; রদ্দুল মুহতার ৩/৩১