রজব ১৪৪৪ || ফেব্রুয়ারি ২০২৩

সফওয়ান - নরসিংদী

৬০৮০. প্রশ্ন

গত জুমাতে আমাদের মসজিদের খতীব সাহেব তার এক ছাত্রকে জুমার খুতবা দিতে বলেন। ঐ ছাত্র খুতবা দেওয়ার পর খতীব সাহেব নিজে নামায পড়ান। বিষয়টি আমার কাছে একটু খটকা লাগল। তাই হুজুরের কাছে জানতে চাচ্ছি, খতীব সাহেবের এই কাজটি কি ঠিক হয়েছে?

 

উত্তর

উত্তম হল, যিনি জুমার খুতবা দেবেন তিনিই নামায পড়াবেন। বিনা কারণে এর ব্যতিক্রম না করাই উচিত। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত নিয়মের খেলাফ করা ঠিক হয়নি। তবে এ কারণে নামাযে ত্রুটি হয়নি। নামায সহীহ হয়ে গেছে।

-খুলাসাতুল ফাতাওয়া ১/২০৫; আততাজনীস ওয়াল মাযীদ ২/২০৫; আলহাবিল কুদসী ১/২৩৯; আলমুহীতুল বুরহানী ২৩৫৮; ফাতাওয়া তাতারখানিয়া ২/৫৭২; হালবাতুল মুজাল্লী ২/৫৪২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন