রজব ১৪৪৪ || ফেব্রুয়ারি ২০২৩

হামদুল্লাহ - ঢাকা

৬০৭৬. প্রশ্ন

জামাতে নামায আদায়ের সময় মাঝে মাঝে এমন হয় যে, আমি  প্রথম বৈঠকে তাশাহহুদ শেষ করার আগেই ইমাম তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান। সঠিক মাসআলা জানা না থাকার কারণে এক্ষেত্রে বেশ সংশয়ে পড়তে হয়। তাই মুহতারামের কাছে বিষয়টির সঠিক সমাধান জানতে চাচ্ছি।

উত্তর

প্রথম বৈঠকে মুক্তাদীর তাশাহহুদ শেষ হওয়ার আগেই ইমাম দাঁড়িয়ে গেলে, মুক্তাদী নিজ তাশাহহুদ পূর্ণ করার পরই দাঁড়াবে। কেননা নামাযে উভয় বৈঠকে তাশাহহুদ পড়া ইমাম মুক্তাদী সকলের জন্যই ওয়াজিব। তাই তাশাহহুদ শেষ না করে দাঁড়াবে না।

-ফাতাওয়া খানিয়া ১/৯৬; আলমুলতাকাত, পৃ. ৪৯; আলমুহীতুল বুরহানী ২/১৩১; মুখতারাতুন নাওয়াযিল ১/২৯৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৯০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন