রজব ১৪৪৪ || ফেব্রুয়ারি ২০২৩

মুহাম্মাদ আলী - কুমিল্লা

৬০৬৯. প্রশ্ন

আমি শীতকালে সাধারণত চামড়ার মোজা ব্যবহার করি। কখনো কখনো ঐ মোজার উপর চামড়ার জুরমুকও (মোজার উপর পরিধেয় ছোট মোজা) পরি। জানার বিষয় হল, ঐ জুরমুকের উপর কি মাসেহ করা যাবে?

 

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যদি ওযু করে মোজা পরিধান করার পর ওযু ভঙ্গ হওয়ার আগে ঐ চামড়ার জুরমুক  (মোজার উপর পরিধেয় ছোট মোজা) পরে থাকেন তাহলে এর উপর মাসেহ করতে পারবেন। আর যদি মোজা ওযু করার পর পরে থাকেন, কিন্তু জুরমুক পরে থাকেন ওযু ভঙ্গ হওয়ার পর   তাহলে সেক্ষেত্রে জুরমুকের উপর মাসেহ করা বৈধ হবে না; বরং তখন ঐ জুরমুক খুলে মোজার উপর মাসেহ করবেন।

-কিতাবুল আছল ১/৮৩; বাদায়েউস সানায়ে ১/৮৫; খুলাসাতুল ফাতাওয়া ১/২৯; ফাতহুল কাদীর ১/১৩৭; রদ্দুল মুহতার ১/২৬৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন