সফর ১৪২৮ || মার্চ ২০০৭

নাম প্রকাশে অনিচ্ছুক -

৯১৮. প্রশ্ন

হজ্বের মধ্যে ১২ তারিখ সূযার্স্ত হয়ে গেলে নাকি মিনা থেকে চলে আসা জায়েয নয়। আমাদের কাফেলার একজন হুজুর একথা বললেন। তাঁর কথা শুনে আমরা তড়িঘড়ি করে পাথর মেরে মিনা ত্যাগ করি। কিন্তু আমাদের কাফেলার প্রধান হুজুর বৃদ্ধ ও মেয়েদের নিয়ে মাগরিবের পর পাথর মেরে মক্কায় আসেন। মিনায় রাত্রি যাপন করেননি। এনিয়ে আমদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। জানতে চাই যারা ওই রাতে মিনায় থাকেনি তাদের উপর কি কোনো জরিমানা আসবে?

উত্তর

১২ই জিলহজ্ব সূর্য ডুবে গেলে ১৩ তারিখ পাথর না মেরে মিনা ত্যাগ করা মাকরূহ। কিন্তু কেউ যদি চলে যায় তবে কোনো জরিমানা আসবে না। অবশ্য ওজরবশত বেরুলে মাকরূহও হবে না। কিন্তু যদি মিনাতে ১৩ তারিখের সুবহে সাদিক হয়ে যায় তবে ১৩ তারিখ পাথর মারা ওয়াজিব। ১৩ তারিখ পাথর না মারলে দম ওয়াজিব হবে।

-বাদায়েউস সানায়ে ২/১৩৭; মানাসিক মোল্লা আলী কারী ২৪৪; রদ্দুল মুহতার ২/৫২২; ফাতহুল কাদীর ২/৩৯২; গুনয়াতুন নাসিক ১৮০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন