সফর ১৪২৮ || মার্চ ২০০৭

মুহাম্মাদ ছাইফুল্লাহ জহির - নেত্রকোনা

৯১৭. প্রশ্ন

আমার মা মাদরাসায় এক কাঠা জমির মূল্য দিবেন। তিনি যদি উক্ত জমির মূল্য এখন সরাসরি মাদরাসায় না দিয়ে কোনো ইসলামী সমিতির মাদরাসা ফাণ্ডে এই নিয়মে দেন যে, সমিতি উক্ত জমির মূল্য দিয়ে ব্যবসা করবে এবং প্রতি বছর যা লাভ আসবে তা সমিতির লভ্যাংশ হিসাবে তার অর্ধেক মুনাফা মাদরাসায় দিয়ে যাবে এবং প্রয়োজনে এক সময় আসল টাকাও দিয়ে দিবে। এভাবে উল্লেখিত জমির মূল্য সমিতির মাদরাসা ফান্ডে দেওয়া জায়েয হবে কি? জানালে উপকৃত হব।

উত্তর

যে সমিতিতে টাকা জমা দিতে চাচ্ছেন তার সকল কার্যক্রম প্রত্যক্ষ করার পর যদি কোনো বিজ্ঞ আলেম বা বিজ্ঞ মুফতী সেটির কার্যক্রমকে বৈধ বলেন তবে প্রশ্নোক্ত প্রক্রিয়ায় আপনার জন্য তা দেওয়া বৈধ হবে। তবে সরাসরি মাদরাসার হাতে দিয়ে দেওয়াই অধিক উত্তম।

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন