রুম্মান - বুয়েট, ঢাকা
৯১২. প্রশ্ন
জামাতে নামায পড়াকালে অজু ছুটে গেলে পিছনের কাতারের মুসল্লীদের সামনে দিয়ে অতিক্রম করা যাবে কি? না গেলে এক্ষেত্রে করণীয় কী?
উত্তর
জামাত চলাবস্থায় অজু ছুটে গেলে অজু করে পুনরায় জামাতে শরীক হওয়ার উদ্দেশ্যে মুসল্লীদের সামনে দিয়েও বের হওয়া জায়েয। নামাযীর সামনে দিয়ে অতিক্রম করার যে গুনাহ তা এক্ষেত্রে হবে না। তথাপি মুসল্লীদের সামনে দিয়ে অতিক্রম করা ছাড়া অন্য কোনোভাবে সহজে কোনো মুসল্লীর বিঘ্ন না করে বের হওয়া যদি সম্ভব হয় তাহলে সেভাবেই বের হবে। মুসল্লীর সামনে দিয়ে বেরুবে না।
প্রকাশ থাকে যে, এ ব্যক্তি যদি এমন স্থানে থাকে যেখান থেকে বের হলে মুসল্লীদের নামাযের বিঘ্ন ঘটবে তাহলে এক্ষেত্রে তৎক্ষণাৎ বের না হয়ে উক্ত স্থানেই বসে থাকবে। এর পর নামায শেষে অজু একাকী নামায আদায় করে নিবে।
-মুআত্তা মালেক ১৩; তাতার খানিয়া ১/৬৮৬; কিফায়াতুল মুফতী ৩/৩৮৮