জুমাদাল আখিরাহ ১৪৪৪ || জানুয়ারি ২০২৩

মুহাম্মাদ ইকরাম মিয়া - কুমিল্লা

৬০৫৫. প্রশ্ন

আমাদের এলাকায় একটি ভণ্ড পীরের মাযার ছিল। প্রায় ২০ বছর আগে এলাকার ওলামা ও দ্বীনদার মুসলমান মিলে ঐ মাযারটিকে ভেঙে নিশ্চিহ্ন করে দেয়। ঐ জমিটি পূর্বে ওয়াকফকৃত না থাকায় মিরাসসূত্রে এখন ঐ জমির মালিক ঐ মৃত ভণ্ড পীরের ছোট ছেলে। সে মাদরাসায় লেখাপড়া করেছে এবং দ্বীনের সঠিক বুঝ রাখে। ঐ জমিনটি মোট দুই কাঠা। সে চাচ্ছে, ঐ জমিনটাকে মসজিদের জন্য ওয়াকফ করে তার ওপর মসজিদ নির্মাণ করতে।

জানার বিষয় হল, ঐ জায়গায় কি মসজিদ নির্মাণ করা যাবে?

উত্তর

প্রশ্নের বর্ণনা অনুযায়ী কবরের জায়গাটির মালিক যেহেতু তার ছেলে সুতরাং সে চাইলে ঐ জায়গায় মসজিদ নির্মাণ করতে পারবে। তবে সেখানে কবরের কোনো চিহ্ন বা কোনো কিছু বাকি রাখা যাবে না। কবরের কোনো চিহ্ন না থাকলে তার ওপর মসজিদ নির্মাণ করা জায়েয। এতে কোনো অসুবিধা নেই।

-সহীহ বুখারী, হাদীস ৪২৮; শরহু মুসলিম, নববী ৫/৭; উমদাতুল কারী ৪/১৭৯তাবয়ীনুল হাকায়েক ১/৫৮৯; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৩৩৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন