জুমাদাল আখিরাহ ১৪৪৪ || জানুয়ারি ২০২৩

মুহাম্মাদ রাশেদ - কুমিল্লা

৬০৪৭. প্রশ্ন

এই বছর আমি হজ্বে যাওয়ার ইচ্ছা করেছি। আমার মুখ থেকে মাঝেমধ্যে অনেক দুর্গন্ধ বের হয়। ঐ সময় আমি মুখে দারুচিনি, লং ইত্যাদি রেখে চিবাই। যাতে মুখের দুর্গন্ধে কেউ কষ্ট না পায়।

এখন আমি জানতে চাচ্ছি, হজ্বের ইহরাম অবস্থায় যদি আমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আমি কি দারুচিনি বা এলাচি মুখে রেখে চিবাতে পারব?

উত্তর

ইহরাম অবস্থায় যেমনিভাবে সুগন্ধি ব্যবহার নিষেধ। তেমনিভাবে সুগন্ধিজাতীয় জিনিস সরাসরি খাওয়া নিষেধ। তাই ইহরাম অবস্থায় সরাসরি দারুচিনি, এলাচি ইত্যাদি মুখে রাখা বা খাওয়া যাবে না।

প্রকাশ থাকে যে, দারুচিনি বা সুগন্ধিজাতীয় জিনিস দিয়ে যেই খাবার পাকানো হয়, ঐ খাবার খেতে কোনো সমস্যা নেই।

-মাবসূত, সারাখসী ৪/১২৪; তাবয়ীনুল হাকায়েক ২/৩৫৬; আলমুহীতুল বুরহানী ৩/৪৩৯; আলবাহরুল আমীক ২/৮৪২; মানাসিকে মোল্লা আলী কারী, পৃ. ৩১৫; রদ্দুল মুহতার ২/৫৪৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন