জুমাদাল আখিরাহ ১৪৪৪ || জানুয়ারি ২০২৩

মুহাম্মাদ হাবিবুর রহমান - উত্তরা

৬০৪১. প্রশ্ন

আমার জানামতে নামাযে নারীদের চুল ঢেকে রাখা আবশ্যক। চুল খোলা থাকলে নামায হয় না। কিন্তু কিছু কিছু নারীকে দেখা যায়, এমন পাতলা ওড়না পরে নামায পড়ে যে, ওড়নার ওপর দিয়ে মাথার চুল স্পষ্ট দেখা যায়। প্রশ্ন হল, তাদের নামায কি সহীহ হবে?

উত্তর

নামাযে নারীদের মাথা ও চুল ঢেকে রাখা ফরয। চুল দেখা গেলে নামায সহীহ হয় না। তাই ওড়না এমন মোটা হতে হবে, যা মাথায় দিলে চুল দেখা যায় না। কিন্তু ওড়না যদি এমন পাতলা হয়, যা মাথায় দেওয়ার পরও চুল দেখা যায় তাহলে তা পরে নামায পড়লে নামায সহীহ হবে না।

-কিতাবুল আছল ১/১৭৩; আলহাবিল কুদসী ১/১৫৯: আততাজনীস ওয়াল মাযীদ ১/৪০৫; আলগায়া, আবুল আব্বাস সারুজী ২/৩০৬; রদ্দুল মুহতার ১/৪১০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন