আবদুস সামী - দৌলতপুর, কুষ্টিয়া
৬০৩৮. প্রশ্ন
একদিন এক বন্ধুর সাথে মসজিদে আসর নামায পড়তে যাই এবং উভয়ে মাসবুক হই। ইমাম সাহেব সালাম ফেরানোর পর যখন ছুটে যাওয়া রাকাতগুলো পড়তে দাঁড়াই তখন আমি ভুলে যাই যে, কত রাকাত ছুটে গেছে। তাই পাশের বন্ধুকে খেয়াল করে বাকি নামায শেষ করি। মুহতারামের নিকট প্রশ্ন হল, এভাবে নামায পড়ার কারণে কি আমার নামায সহীহ হয়েছে?
উত্তর
পাশের মুসল্লিকে খেয়াল করে নিজের ছুটে যাওয়া রাকাত স্মরণ করে নামায পড়লে তা সহীহ হয়ে যায়। সুতরাং আপনার উক্ত নামায সহীহ হয়েছে। তবে নামায আরও মনোযোগ সহকারে আদায় করা কর্তব্য।
-খুলাসাতুল ফাতাওয়া ১/১৬৩; ফাতাওয়া বাযযাযিয়া ৪/৫৯; ফাতহুল কাদীর ১/৩৩৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৯২; রদ্দুল মুহতার ১/৫৯৭