শেহনাজ আক্তার - মানিকগঞ্জ
৬০৩৫. প্রশ্ন
এক নারী যোহরের নামাযের প্রায় শেষ ওয়াক্তে নামাযে দাঁড়ায়। নামায চলাকালেই তার মাসিক শুরু হয়ে যায়। তখন সে নামায ছেড়ে দেয়। মুহতারামের নিকট প্রশ্ন হল, এমতাবস্থায় সেই নারীর করণীয় কী? পবিত্র হওয়ার পর উক্ত যোহর নামাযটি কি কাযা করতে হবে?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে যোহরের ওয়াক্তের ভেতরই যেহেতু মাসিক শুরু হয়ে গেছে তাই সেদিনের যোহর নামায মাফ হয়ে গেছে। উক্ত যোহর পরবর্তীতে কাযা করতে হবে না। এক্ষেত্রে ওয়াক্তের শেষে নামায শুরু করলেও একই বিধান। কেননা কোনো ওয়াক্তের একেবারে শেষেও যদি মাসিক শুরু হয় তাহলেও সে ওয়াক্তের নামায আদায় করা না হয়ে থাকলে তা মাফ হয়ে যায়। পরবর্তীতে কাযা করতে হয় না। বিশিষ্ট তাবেয়ী ইবরাহীম নাখায়ী রাহ. বলেন-
إِذَا حَاضَتِ الْمَرْأَةُ فِي وَقْتِ صَلَاةٍ، فَلَيْسَ عَلَيْهَا أَنْ تَقْضِيَ تِلْكَ الصَّلَاةَ.
যে ওয়াক্তে নারীর মাসিক শুরু হয় উক্ত নামায কাযা করা তার ওপর আবশ্যক নয়। (কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ, বর্ণনা ৫১)
-কিতাবুল আছল ১/২৮৬; খিযানাতুল আকমাল ১/৬৮; আযযাখীরাতুল বুরহানিয়া ১/৪১৩; রদ্দুল মুহতার ১/২৯১