সোহেল রানা - ঢাকা
৬০৩৪. প্রশ্ন
আমাদের বাসায় একটি কাচের টেবিল আছে। আমার ছোট ভাই অনেক সময় ঐ টেবিলে উঠে পেশাব করে দেয়। তখন আমরা কাপড় দিয়ে ভালো করে টেবিলটি মুছে ফেলি। জানার বিষয় হল, টেবিলটি কাপড় দিয়ে মুছলে কি পাক হয়ে যাবে, না পানি দিয়ে ধৌত করতে হবে?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে টেবিলটি ভেজা বা শুকনো কাপড় দিয়ে এমনভাবে মুছতে হবে যেন নাপাকীর দাগ ও গন্ধ দূর হয়ে যায়, তাহলে পাক হয়ে যাবে; ধোয়া জরুরি নয়। কারণ যেসব বস্তু মসৃণ এবং নাপাকী শুষে না, যেমন- কাচ, মসৃণ লোহা ইত্যাদি; এগুলো পাক করার জন্য ধোয়া জরুরি নয়। নাপাকীর দাগ ও গন্ধ দূর হয়ে যাওয়ার মতো করে মোছাই যথেষ্ট।
-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ৩৪; আলহাবিল কুদসী ১/১০৬; আলগায়া, আবুল আব্বাস সারুজী ২/৩৮; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ১৬৬; আদ্দুররুল মুখতার ১/৩১০