আবদুর রাহমান - বরগুনা
৬০৩০. প্রশ্ন
আমি একটি প্রাইভেট স্কুলের ১ম ও ২য় শ্রেণীর বাচ্চাদেরকে আরবী পড়াই। আমার সব ছাত্র-ছাত্রীই অপ্রাপ্ত বয়স্ক। তারা প্রতিদিনই বাসা থেকে নিজেদের জন্য বিভিন্ন রকম খাবার নিয়ে আসে। তারা সেই খাবার থেকে আমাকেও দিতে চায়। কখনও কখনও খাবার ছাড়া অন্য জিনিসও উপহার দিতে চায়। জানার বিষয় হল, আমার জন্য তাদের দেওয়া খাবার বা অন্যান্য জিনিস গ্রহণ করা জায়েয হবে কি?
উত্তর
অপ্রাপ্ত বয়স্কদের দেওয়া হাদিয়া গ্রহণ করা জায়েয নয়। তাই নাবালেগ ছাত্র-ছাত্রীর দেওয়া হাদিয়া গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। অবশ্য অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়ের অভিভাবকগণ যদি আপনার জন্য নির্দিষ্ট করে কিছু হাদিয়া পাঠায় তাহলে তা গ্রহণ করা জায়েয হবে।
-বাদায়েউস সানায়ে ৫/১৬৮; আলবাহরুর রায়েক ৭/২৮৪; জামিউ আহকামিস সিগার ১/২১১; ফাতাওয়া হিন্দিয়া ৫/১১০; আদ্দুররুল মুখতার ৫/৬৮৭