জুমাদাল উলা ১৪৪৪ || ডিসেম্বর ২০২২

ওয়ালিউল্লাহ - মোমেনশাহী

৬০২৯. প্রশ্ন

আমার বাম হাতের বৃদ্ধাঙ্গুলের পাশে একটি অতিরিক্ত আঙ্গুল আছে। যার কারণে আমার অনেক সময় লজ্জা হয়। আমি চাচ্ছি, অপারেশনের মাধ্যমে আঙ্গুলটি কেটে ফেলতে। মুহতারামের কাছে জানার বিষয় হল, আমার জন্য কি এ কাজ করা বৈধ হবে? জানালে উপকৃত হব।

উত্তর

অতিরিক্ত আঙ্গুল কেটে ফেললে যদি ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে তা অপারেশন করে কেটে ফেলে দেওয়া বৈধ। তাই এ ব্যাপারে কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করা যেতে পারে।

-ফাতাওয়া তাতারখানিয়া ১৮/২৮৮; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৬০; বাযলুল মাজহুদ ১৭/৫৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন