জুমাদাল উলা ১৪৪৪ || ডিসেম্বর ২০২২

শফীকুর রহমান - তাড়াইল, কিশোরগঞ্জ

৬০১৮. প্রশ্ন

আলহামদু লিল্লাহ, আমি প্রতি বছর যাকাত আদায় করি। কোনো বছর যাকাত গ্রহণের উপযুক্ত মানুষদের মাঝে যাকাতের টাকা বণ্টন করে দেই, আবার কোনো বছর যাকাতের টাকা দিয়ে কাপড় কিনে তাদের মাঝে বিলি করে দেই। এবছর আমি যাকাতের টাকা দিয়ে যাকাত গ্রহণের উপযুক্ত মানুষদেরকে বাড়ীতে দাওয়াত দিয়ে খাবার খাওয়াতে চাচ্ছি।

মুহতারাম মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, এভাবে তাদেরকে দাওয়াত দিয়ে এনে খাবার খাওয়ানোর দ্বারা আমার যাকাত আদায় হবে কি? বিষয়টি সঠিক সমাধান জানিয়ে কৃতজ্ঞ করবেন।

উত্তর

গরীবদেরকে দাওয়াত করে খাবার খাওয়ানোর দ্বারা যাকাত আদায় হবে না। কেননা যাকাত আদায়ের অন্যতম শর্ত হল, যাকাত গ্রহীতাকে যাকাতের টাকা অথবা বস্তুর পূর্ণ মালিক বানিয়ে দেওয়া। আর খাবার খাওয়ানোর দ্বারা উক্ত খাবারে তাদের মালিকানা প্রতিষ্ঠিত হয় না। তাই যাকাত গ্রহণের উপযুক্ত মানুষদেরকে খাবার খাওয়ানোর মাধ্যমে যাকাত আদায় করতে চাইলে তাদেরকে খাবারের প্যাকেট সরবরাহ করা যেতে পারে। যেন তারা ইচ্ছা করলে ওই খাবার নিয়েও যেতে পারে।

উল্লেখ্য, যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিদেরকে খাবার সরবরাহ করার দ্বারা যদিও যাকাত আদায় হয়ে যায়, কিন্তু খাবার, কাপড় কিংবা অন্য কোনো বস্তু না দিয়ে নগদ টাকা দেওয়াই ভালো। যেন তারা তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করতে পারে।

-বাদায়েউস সানায়ে ২/১৪৩; আলমুহীতুল বুরহানী ৩/২১৫; তাবয়ীনুল হাকায়েক ২/১৮; আলবাহরুর রায়েক ২/২০১; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৩৮৯; আদ্দুররুল মুখতার ২/২৫৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন