জুমাদাল উলা ১৪৪৪ || ডিসেম্বর ২০২২

ইরফান - নওগাঁ

৬০১০. প্রশ্ন

মাঝে মাঝে আমার এমন হয়, মাসবুক হওয়ার পর নামায শেষে আমি যখন বাকি নামায আদায়ের জন্য দাঁড়াই তখন ইমামের সাথে কত রাকাত পেয়েছি- এ বিষয়ে সন্দেহে পড়ে যাই। তখন আমার পাশের ব্যক্তির (যে আমার সাথেই নামাযে শরীক হয়েছে) নামায লক্ষ করে নামায শেষ করি। আমার জানার বিষয় হল, এভাবে পাশের ব্যক্তির নামায লক্ষ করে নামায সম্পন্ন করার দ্বারা আমার নামায সহীহ হয়েছে কি?

উত্তর

হাঁ, এক্ষেত্রে পাশের ব্যক্তির নামাযের প্রতি খেয়াল করে নিজের ছুটে যাওয়া নামাযের কথা স্মরণ করা এবং সে অনুযায়ী ছুটে যাওয়া রাকাত আদায় করা জায়েয আছে। তাই আপনার উক্ত নামায আদায় হয়েছে।

-ফাতাওয়া খানিয়া ১/১০৪; ফাতহুল কাদীর ১/৩৩৯; শরহুল মুনইয়া, পৃ. ৪৬৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৯২; আলবাহরুর রায়েক ১/৩৭৮; রদ্দুল মুহতার ১/৫৯৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন