জুমাদাল উলা ১৪৪৪ || ডিসেম্বর ২০২২

সাখাওয়াত - ফরিদপুর

৬০০৭. প্রশ্ন

আমি কখনো কখনো বাসায় খাটের উপর দাঁড়িয়ে নামায আদায় করি। খাটের উপর আমার নামায পড়া অবস্থায় কেউ কি খাটের সামনে দিয়ে অতিক্রম করতে পারবে?

উত্তর

না, খাটের উপর নামায পড়া অবস্থায় খাটের সামনে দিয়ে অতিক্রম করা জায়েয হবে না। কেননা এক্ষেত্রে নামাযীর সামনে দিয়ে অতিক্রম করা হয়। আর হাদীসে এ ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। অতএব এক্ষেত্রেও অতিক্রম করতে হলে নামাযীর সামনে অবশ্যই সুতরা ব্যবহার করতে হবে।

-আলগায়া শরহুল হেদায়া, সারুজী ৪/১১৫; আলকিফায়া ১/৩৫৪; আলবাহরুর রায়েক ২/১৭; মাজমাউল আনহুর ১/১৮৩; শরহুল মুনইয়া, পৃ. ৩৬৭; আদ্দুররুল মুখতার ১/৬২৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন