জুমাদাল উলা ১৪৪৪ || ডিসেম্বর ২০২২

মামুন - মোমেনশাহী

৬০০৬. প্রশ্ন

শহরের মসজিদগুলোতে অনেক সময় দেখা যায়, বিশেষত জুমা ও ঈদে, মসজিদে জায়গা সংকুলান না হওয়ায় মুসল্লীরা দুই সিঁড়ির মধ্যবর্তী সমতল জায়গায় নামায পড়েন। সেখানেও জায়গা না থাকলে রাস্তায় নামায পড়েন। জানার বিষয় হল, মসজিদ সংলগ্ন সিঁড়ি যদি মসজিদের অন্তর্ভুক্ত না হয় তাহলে দুই সিঁড়ির মধ্যবর্তী সমতল জায়গা বা রাস্তায় নামায পড়লে কি নামায হবে?

উত্তর

মসজিদের কাতার পূর্ণ হয়ে গেলে মসজিদ সংলগ্ন সিঁড়ির সমতল জায়গায় এবং এর পরবর্তী রাস্তা ইত্যাদিতে নামাযে দাঁড়াতে পারবে। তবে মসজিদের কাতার অপূর্ণ রেখে এসব স্থানে দাঁড়ানো যাবে না। আর মসজিদের কাতার পূর্ণ হয়ে গেলেও বাইরে রাস্তা ইত্যাদিতে দাঁড়ানোর জন্য শর্ত হল, মসজিদের বাইরের কাতার ও মসজিদের মাঝে যানবাহন চলাচল করতে পারে- এ পরিমাণ ফাঁকা না থাকা। কেননা মসজিদের বাইরে এমন ফাঁকা রেখে দাঁড়ালে কাতারের সংযোগ না থাকার কারণে তাদের নামায সহীহ হবে না।

-শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ২/৭২; তুহফাতুল ফুকাহা ১/৫৩১; খুলাসাতুল ফাতাওয়া ১/১৫১; মুখতারাতুন নাওয়াযিল ১/২৯৬; জামেউল মুযমারাত ১/৩৯৬; রদ্দুল মুহতার ১/৫৮৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন