সুলতান মাহমূদ - কুষ্টিয়া
৫৯৯৯. প্রশ্ন
গোসল ফরয অবস্থায় শরীর থেকে বের হওয়া ঘাম কি নাপাক? এ ঘাম কাপড়ে বা বিছানায় লাগলে করণীয় কী?
উত্তর
না, গোসল ফরয অবস্থায়ও শরীর থেকে বের হওয়া ঘাম নাপাক নয়। তাই তা কাপড়ে বা বিছানায় লাগলে তা নাপাক হবে না। সুতরাং উক্ত ঘামযুক্ত কাপড় পরে নামায পড়তে কিংবা বিছানার উপর নামায পড়তে কোনো অসুবিধা নেই।
হযরত ইবনে আব্বাস রা. বলেন-
لَا بَأْسَ أَنْ يُصَلَّى فِي الثَّوْبِ الَّذِي يَعْرَقُ فِيهِ الْجُنُبُ.
গোসল ফরয হয়েছে এমন ব্যক্তির ঘর্মাক্ত কাপড়ে নামায পড়তে কোনো সমস্যা নেই। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ১৪৩০)
-কিতাবুল আছল ১/৩৮; আলমাবসূত, সারাখসী ১/৭০; খিযানাতুল আকমাল ১/৩২; ফাতাওয়া খানিয়া ১/২৬; আলমুহীতুল বুরহানী ১/২৯১; ফাতাওয়া হিন্দিয়া ১/২৩; আদ্দুররুল মুখতার ১/২২৮