মাহদী হাসান - নোয়াখালী
৫৯৯৮. প্রশ্ন
গত ঈদের দিন ঈদের নামাযের উদ্দেশ্যে ঈদগাহের দিকে যাচ্ছিলাম। গিয়ে দেখি নামায প্রায় শেষের দিকে। হঠাৎ আমার ওযুরও প্রয়োজন হয়ে পড়ে। তখন আমার খুব বেশি আশংকা হয় যে, ওযু করতে গেলে জামাত ছুটে যাবে। তাই তাড়াতাড়ি তায়াম্মুম করে জামাতে শরীক হই। প্রশ্ন হল, এমতাবস্থায় তায়াম্মুম করে নামায পড়াটা সহীহ হয়েছে কি?
উত্তর
হাঁ, ওযু করতে গেলে ঈদের নামায ছুটে যাওয়ার আশঙ্কা হলে তায়াম্মুম করে ঈদের নামায আদায় করা সহীহ। সুতরাং আপনার উক্ত ঈদের নামায সহীহ হয়েছে।
-মুখতাসারু ইখতিলাফিল উলামা ১/১৪৮; আলমাবসূত, সারাখসী ১/১১৮; আলমুহীতুল বুরহানী ১/৩১৭; আলইখতিয়ার ১/৮৬; আলবাহরুর রায়েক ১/১৫৮; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/১২৯