মুআয - কুমিল্লা
৫৯৯৭. প্রশ্ন
আমাদের মসজিদে একটি হাউজ আছে। হাউজটি পাঁচ হাত চওড়া, বাইশ হাত লম্বা এবং এক হাত গভীর। গতকাল জুমার নামাযের সময় একটি ছেলে টয়লেট খোলা না পেয়ে হাউজটিতে পেশাব করে দেয়। বিষয়টি কয়েকজন মুসল্লী দেখতে পায়। কিন্তু পানিতে পেশাবের দুর্গন্ধ ইত্যাদি কিছুই বোঝা যায় না। মুহতারামের নিকট জানার বিষয় হল, হাউজটি পাক করার পদ্ধতি কী? উল্লেখ্য, পেশাবের কারণে হাউজের পানিতে কোনো প্রকার পরিবর্তন আসেনি।
উত্তর
কোনো হাউজ যদি অন্তত একশ বর্গহাত বা এর চেয়ে বড় হয় এবং এ পরিমাণ গভীর হয় যে, অঞ্জলি ভরে পানি নিলে জমিনে হাত ঠেকে না, তাহলে তা ‘মায়ে কাছীর’ অর্থাৎ বেশি পানির হুকুমে। আর বেশি পানিতে নাপাকি পড়ার কারণে পানির রং স্বাদ ও গন্ধের কোনো পরিবর্তন না হলে তা পাক আছে বলে ধর্তব্য হয়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে হাউজটি যেহেতু একশ বর্গহাতের চেয়ে বড় এবং তা যথেষ্ট গভীরও আছে। আর পেশাবের দুর্গন্ধ বা কোনো প্রভাব পানিতে নেই, তাই হাউজটি নাপাক হয়নি। অতএব, উক্ত হাউজ থেকে ওযু করা যাবে।
-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ১১; বাদায়েউস সানায়ে ১/২১৯; আলমুহীতুর রিযাবী ১/১২০; ফাতাওয়া খানিয়া ১/৫; শরহুল মুনইয়া, পৃ. ৯৭; রদ্দুল মুহতার ১/১৯১