জুনায়েদ আহমাদ - নেত্রকোণা
৫৯৯৪. প্রশ্ন
কিছুদিন আগে আমি ইউরিন টেস্টের নাপাকীভর্তি শিশি ভুলক্রমে পকেটে রেখেই যোহরের নামায পড়ে ফেলি। আমার উক্ত নামায কি সহীহ হয়েছে?
উত্তর
আবদ্ধ শিশি, কৌটা ইত্যাদির ভেতরে নাপাকি থাকলেও তা সাথে নিয়ে নামায সহীহ হয় না। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে পেশাবের শিশিটি আপনার পকেটে থাকার কারণে উক্ত নামায সহীহ হয়নি। তা আবার পড়ে নেওয়া আবশ্যক।
-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ৯৪; খুলাসাতুল ফাতাওয়া ১/৭৭; খিযানাতুল আকমাল ১/১৯৬; আততাজনীস ওয়াল মাযীদ ১/২৫৯; হালবাতুল মুজাল্লী ১/৫৬০; রদ্দুল মুহতার ১/৪০৩