ওলিউল্লাহ - সাতক্ষীরা
৫৮৯১. প্রশ্ন
আমাদের গ্রামে একটি মেয়ের সাথে এক ছেলের অবৈধ সম্পর্ক ছিল। একপর্যায়ে মেয়েটি একটি ছেলে সন্তান প্রসব করে। ঘটনা জানাজানি হলে গ্রামের লোকেরা ছেলেটির সাথে মেয়েটিকে বিবাহ করিয়ে দেয়। বিবাহের পর তাদের আরো দুটি ছেলে সন্তান হয়। তারা বড় হয়। পূর্বের অবৈধ সন্তানটি এখন আমেরিকায় থাকে।
এখন এই দম্পতির পরের দুই ছেলে জানতে চাচ্ছে, ওই অবৈধ সন্তান কি তাদের মা-বাবার মৃত্যুর পর তাদের থেকে মিরাস পাবে?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে ওই দম্পতির সন্তানটি যেহেতু অবৈধ সম্পর্কের কারণে হয়েছে তাই ওই সন্তান বাবা থেকে মিরাস পাবে না। হাদীস শরীফে আছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
أَيّمَا رَجُلٍ عَاهَرَ بِحُرّةٍ أَوْ أَمَةٍ فَالوَلَدُ وَلَدُ زِنَا لَا يَرِثُ وَلَا يُورَثُ.
যে ব্যক্তি কোনো স্বাধীন নারী অথবা বাদীর সাথে ব্যভিচারে লিপ্ত হল (এবং এতে কোনো সন্তান জন্ম নিল) তাহলে সেটা জারজ সন্তান। সে ব্যভিচারী থেকে মিরাস পাবে না এবং ব্যভিচারীও তার থেকে মিরাস পাবে না। (জামে তিরমিযী, হাদীস ২১১৩)
তবে ওই সন্তান তার মা থেকে মিরাস পাবে এবং ওই মায়ের সন্তান হিসাবে ধর্তব্য হবে।
-আলমুহীতুল বুরহানী ২৩/৩৬৪; জামেউল মুযমারাত ৫/৬২৮; তাবয়ীনুল হাকায়েক ৭/৪৯১; মাজমাউল আনহুর ৪/৫০৭; রদ্দুল মুহতার ৬/৭৭৭