রবিউল আখির ১৪৪৪ || নভেম্বর ২০২২

আবদুর রশীদ - ঢাকা

৫৮৮৮. প্রশ্ন

দুই বছর আগে আমার মামাতো ভাই মুদারাবার ভিত্তিতে পাঁচ লক্ষ টাকা দিয়ে বলে, যে ব্যবসা ভালো মনে করিস তা কর। তখন আমি ঐ টাকা দিয়ে মুদি দোকান করি। এতদিন আমি একাই দোকানটি পরিচালনা করে এসেছি। এখন দোকানে মাল বেশি হয়েছে। বেচা-কেনাও বেড়েছে। তাই এখন দোকানটি পরিচালনা করা আমার একার দ্বারা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তাই দোকানে একজন কর্মচারী রেখেছি এবং ব্যবসার টাকা দিয়ে সম্প্রতি পানির জারের ব্যবসা শুরু করেছি। পুরোনো দোকানঘরে জায়গা না হওয়াই ওই জারগুলো রাখার জন্য একটা ঘর ভাড়া নিয়েছি।

এখন আমার জানার বিষয় হল, উক্ত কর্মচারীর বেতন এবং উক্ত ঘর ভাড়া কি আমি ব্যবসার টাকা থেকে দিতে পারব?

উত্তর

ব্যবসার পরিধি বৃদ্ধির কারণে অতিরিক্ত কর্মচারী নিয়োগ দেওয়া আবশ্যক হলে মুদারাবা ব্যবসার খরচ দ্বারা কর্মচারী নিয়োগ দেওয়া জায়েয। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে বাস্তবেই অতিরিক্ত কর্মচারী নিয়োগ দেওয়া জরুরি হয়ে থাকলে অর্থদাতার অনুমতি সাপেক্ষে নেওয়া যাবে। সেক্ষেত্রে তার বেতন-ভাতা ব্যবসার টাকা থেকে দেওয়া যাবে। তদ্রƒপ ব্যবসার মাল রাখার জন্য যে ঘর ভাড়া নিয়েছেন তার ভাড়াও ব্যবসার টাকা থেকে দেওয়া যাবে।

-আলমাবসূত, সারাখসী ২২/৩৮; বাদায়েউস সানায়ে ৫/১২২; আয্যাখীরাতুল বুরহানিয়া ১১/৩৫৮; আলবাহরুর রায়েক ৭/২৬৪; আলমাআয়ীরুশ শারইয়্যাহ, পৃ. ৩৭৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন