রবিউল আখির ১৪৪৪ || নভেম্বর ২০২২

মাহমুদ হাসান - কুমিল্লা

৫৮৮৬. প্রশ্ন

আমি স্বনামধন্য একটি প্রতিষ্ঠানে কর্মরত। বর্তমানে বিবাহ করার জন্য পাত্রী তালাশ করছি। একটি ধার্মিক তবে অতি দরিদ্র পরিবারের একজন মেয়েকে আমার পছন্দ হয়েছে। আমার পিতা এই পরিবারে আত্মীয়তা করতে রাজি হলেও আমার চাচা-মামাগণ রাজি হচ্ছেন না। কারণ, মেয়েরা গরীব। আমার সাথে কুফু মিলবে না। এখন আমার প্রশ্ন হল, ছেলের জন্য কুফুতে বিবাহ করা কি জরুরি?

উত্তর

কুফু বা সমতার আবশ্যকতা মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য। ছেলের জন্য নয়। তাই ছেলের জন্য নিজের থেকে আর্থিকভাবে দুর্বল পরিবারে বিবাহ করাও জায়েয। অর্থাৎ ছেলের আর্থিক অবস্থানের চেয়ে অনেক নিচে গিয়ে বিয়ে করলেও তা জায়েয আছে। সুতরাং আপনি চাইলে উক্ত দরিদ্র পরিবারে বিবাহ করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার অভিভাবকদের পরামর্শ, বিশেষত মা-বাবার মতামতের প্রতি গুরুত্ব দেওয়া উচিত।

প্রকাশ থাকে যে, এক্ষেত্রে বিবাহ সহীহ হয়ে গেলেও ছেলের জন্য নিজের অবস্থানের প্রতি মোটামুটি মিল রেখে কনের পরিবার পছন্দ করা উচিত। যাতে পরবর্তীতে উভয় পরিবারে একেন্দ্রিক কোনো ঝামেলা না হয়।

-বাদায়েউস সানায়ে ২/৬২৯; ফাতাওয়া তাতারখানিয়া ৪/১৩২; হাশিয়াতুশ শুরুমবুলালী আলাদ্দুরার ১/৩৩৬; রদ্দুল মুহতার ৩/৮৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন