রবিউল আখির ১৪৪৪ || নভেম্বর ২০২২

হুমাইরা - চৌদ্দগ্রাম, কুমিল্লা

৫৮৮১. প্রশ্ন

গত রমযানে একদিন আমাদের বাসায় কিছু কাজ ছিল। আমি ও আমার শাশুড়ি কয়েক ঘণ্টা কাজ করি। কাজের পর আমি কিছুটা ক্লান্ত হয়ে পড়ি। একটু কষ্ট করলেই রোযা না ভেঙে থাকতে পারতাম। কিন্তু তার পরেও আমি পানি খেয়ে রোযা ভেঙে ফেলি। তবে ঘটনাক্রমে ওই দিন আসরের সময় আমার ঋতুস্রাব শুরু হয়। এখন হুজুরের নিকট জানার বিষয় হল, ওই দিন রোযা ভাঙার কারণে কি আমার উপর কাযা ও কাফফারা দুটোই ওয়াজিব হবে? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে যথাযথ ওজর ছাড়া ইচ্ছাকৃত রোযা ভাঙার কারণে মারাত্মক গুনাহ হয়েছে। এভাবে রোযা ভাঙলে কাযা ও কাফ্ফারা দুটোই ওয়াজিব হয়। কিন্তু ওই দিন সূর্যাস্তের পূর্বে আপনার হায়েয আসার কারণে কাফফারা মাফ হয়ে গেছে। শুধু উক্ত রোযার কাযা করে নিতে হবে এবং তাওবা-ইস্তেগফার করতে হবে।

-কিতাবুল আছল ২/১৫৩; আলমাবসূত, সারাখসী ৩/৭৫; আলমুহীতুর রিযাবী ২/৪৫; খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৭; ফাতহুল কাদীর ২/২৬২; আদ্দুররুল মুখতার ২/৪১২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন