রবিউল আখির ১৪৪৪ || নভেম্বর ২০২২

উসামা - মানিকগঞ্জ

৫৮৭৮. প্রশ্ন

আমি একজন সাধারণ মানুষ। ছোট্ট একটি চাকরি করি। এতেই মোটামুটিভাবে আমার সংসার চলে। আমার কাছে যাকাতের নেসাব পরিমাণ সম্পদ নেই। একদিন আমি লটারি ধরি। তাতে দুই লক্ষ টাকা পেয়ে যাই। পরবর্তীতে জানতে পারি, লটারিতে পাওয়া টাকা হারাম। তাই এ টাকা গরীব-অসহায়দের দেওয়ার জন্য রেখে দেই। আমি আর এ টাকা খরচ করিনি। কিন্তু আমার কাছে থাকতেই এ টাকার ওপর বছর পূর্ণ হয়ে যায়। এখনো তা কাউকে দিতে পারিনি।

মুহতারামের কাছে জানতে চাই, এখন কি আমাকে এ টাকার যাকাত দিতে হবে?

উত্তর

না, লটারির এ টাকার যাকাত নয়, বরং এই টাকার পুরোটাই আপনাকে সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিতে হবে। কেননা যাকাত আসে হালাল মালের উপর। যার পরিমাণ ২.৫%। আর হারাম মালের পুরোটাই সদকাযোগ্য। এক্ষেত্রে শুধু ২.৫% দেওয়া যথেষ্ট নয়।

-ফাতাওয়া বায্যাযিয়া ১/৮৬; ফাতাওয়া তাতারখানিয়া ৩/২৩৩; শরহু মানযুমাতি ইবনি ওহবা ১/৭৮; রদ্দুল মুহতার ২/২৯১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন