রবিউল আখির ১৪৪৪ || নভেম্বর ২০২২

মুহাম্মাদ সায়ীদ - ফরিদপুর

৫৮৭৪. প্রশ্ন

গতকাল এশার নামাযের কেরাতে ইমাম সাহেব সিজদার আয়াত তিলাওয়াত করেন। কিন্তু সিজদায়ে তিলাওয়াত আদায়ের পূর্বেই তিনি নামায ছেড়ে দিয়ে বলেন যে, কোনো কারণে নামায নষ্ট হয়ে গিয়েছে। তাই নতুন করে নামায আবার পড়তে হবে। মুহতারামের কাছে জানার বিষয় হল, এখন কি আমাদেরকে উক্ত সিজদায়ে তিলাওয়াত আদায় করতে হবে?

উত্তর

হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু নামাযটি নষ্ট হয়ে গিয়েছে এবং এর আগে সিজদায়ে তিলাওয়াতটি আদায় করা হয়নি তাই উক্ত সিজদায়ে তিলাওয়াত প্রত্যেকে নামাযের বাইরে পৃথকভাবে আদায় করে নেবে।

-আলবাহরুর রায়েক ২/১২২; মাজমাউল আনহুর ১/২৩৪; জামেউর রুমূয ১/২৪২; আননাহরুল ফায়েক ১/৩৪১; আদ্দুররুল মুখতার ২/১১১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন