রবিউল আখির ১৪৪৪ || নভেম্বর ২০২২

তালহা সিদ্দিক - মহাখালী, ঢাকা

৫৮৬৮. প্রশ্ন

আমাদের বাড়ি জামালপুর। আমার মামার বাড়ি খুলনা। আমার মামা একজন বড় আলেম। একবার তিনি দুই-তিন দিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে আসেন। জুমার দিন আমাদের আবেদনের ফলে তিনি জুমা পড়ান। নামাযের পর একজন আমাকে বললেন, হুজুর তো মুসাফির। আর মুসাফিরের উপর তো জুমা পড়াই ফরয হয় না। তাহলে হুজুরের জুমা পড়ানোটা কি ঠিক হল? মুফতী সাহেবের নিকট জানতে চাই, মুসাফির কি জুমার নামাযে ইমামতি করতে পারে?

উত্তর

মুসাফিরের উপর জুমার নামায ফরয নয়; কিন্তু তার জন্য জুমা আদায় করা জায়েয এবং জুমার ইমামতি করাও জায়েয। অতএব মুসাফির অবস্থায় আপনার মামার জুমার ইমামতি করা ঠিক হয়েছে এবং সকল মুসল্লীর জুমা সহীহ হয়েছে।

-কিতাবুল আছল ১/২৫৮; আলমাবসূত, সারাখসী ২/৩৪; তাবয়ীনুল হাকায়েক ১/৫৩৩; আলইখতিয়ার ১/২৭৮; শরহুল মুনইয়া, পৃ. ৫৫৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন