রবিউল আখির ১৪৪৪ || নভেম্বর ২০২২

হুমায়রা - সদর, সিলেট

৫৮৬৭. প্রশ্ন

১. আমার সাধারণত প্রতি মাসের ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত মাসিক হয়ে থাকে। কিন্তু মাঝেমধ্যে নির্ধারিত দিনের এক দিন আগে স্রাব শুরু হয়ে ৯ তারিখ বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে আমার মাসিক কত দিন ধরা হবে?

২. গত মাসে ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত আমার মাসিক হয়। কিন্তু এ মাসে ৩০ তারিখ থেকে স্রাব শুরু হয়ে ১০ তারিখ পর্যন্ত চলতে থাকে। তাই এই মাসে আমার মাসিক কত দিন ধর্তব্য হবে? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

১. প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি কখনো অভ্যাসের এক দিন আগে স্রাব শুরু হয়ে অভ্যাস অনুযায়ী ৯ তারিখে বন্ধ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে মোট ১০ দিন স্রাব চালু থাকার কারণে পুরো সময়টাই হায়েয হিসেবে গণ্য হবে।

২. এ মাসে যেহেতু অভ্যাসের বিপরীতে ৩০ তারিখ থেকে স্রাব শুরু হয়ে ১০ তারিখ পর্যন্ত চালু ছিল। তাই শুরু ও শেষ মিলে ১০ দিনের বেশি স্রাব থাকার কারণে আপনার অভ্যাসের দিনগুলোই হায়েয হিসেবে গণ্য হবে।  বাকি দুই দিন অর্থাৎ ৩০ তারিখ ও ১০ তারিখ ইস্তেহাযা ধরা হবে। সুতরাং উক্ত দুই দিনের নামায কাযা করে নিতে হবে।

-কিতাবুল আছল ১/২৮৮; আলমুহীতুর রাযাবী ২/১০৪; আলমুহীতুল বুরহানী ১/৪৪১; খুলাসাতুল ফাতাওয়া ১/২৩২; ফাতহুল কাদীর ১/১৫৭; আলবাহরুর রায়েক ১/২০৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন