রবিউল আউয়াল ১৪৪৪ || অক্টোবর ২০২২

আদনান - মোমেনশাহী

৫৮৫৮. প্রশ্ন

সাত বছর আগে আমি মুদি দোকান দেই। দোকান দেওয়ার সময় আমার কাছে পর্যাপ্ত টাকা না থাকায় আমি আরো দুইজন থেকে দুই লক্ষ করে মোট চার লক্ষ টাকা এই শর্তে নিই যে, তারা আমার ব্যবসায় সাত বছর পর্যন্ত শরীক থাকবে। সাত বছর পর তাদের টাকা বুঝিয়ে দেওয়া হবে। তাদের সাথে কথা হয়েছে, তারা ব্যবসায় কিছু শ্রমও দেবে আর ২০% করে লভ্যাংশ পাবে। এখন যেহেতু সাত বছর পূর্ণ হয়ে গেছে, তাই আমি তাদের টাকা বুঝিয়ে দিতে চাচ্ছি। কিন্তু তারা ব্যবসায় লাভ দেখে টাকা নিয়ে চলে যেতে রাজি হচ্ছে না। এক্ষেত্রে তারা এক ব্যক্তির সাথে কথা বলেছে যে, তিনি বলেছেন, শরীকানা ব্যবসায় এধরনের শর্ত করা শরীয়তসম্মত নয়। এভাবে তাদের অংশীদারিত্ব বাতিল করা ঠিক হবে না।

জানার বিষয় হল, ওই ব্যক্তির কথা কি ঠিক? এখন আমার করণীয় কী? জানালে উপকৃত হব।

উত্তর

যৌথ ব্যবসায় শরীকদের সাথে চুক্তির মেয়াদ নির্ধারণ করা জায়েয। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু তাদেরকে সাত বছরের জন্য ব্যবসায় শরীক করেছিলেন তাই সাত বছর পূর্ণ হয়ে যাওয়ার পর শরীকদের সাথে চুক্তি বাতিল করতে পারবেন। এক্ষেত্রে তাদের মূলধন ও বিগত দিনের লভ্যাংশ যথাযথভাবে হিসাব করে বুঝিয়ে দিতে হবে। এক্ষেত্রে চুক্তি নিষ্পত্তির ব্যাপারে শরীকদের আপত্তি শরীয়তের দৃষ্টিতে গৃহীত হবে না। অতএব, তাদেরকে ব্যবসা থেকে বাদ দিতে অসুবিধা নেই।

-ফাতাওয়া খানিয়া ৩/৬১৩; আলমুহীতুল বুরহানী ৮/৩৫৭; ফাতাওয়া বায্যাযিয়া ৩/২২৫; আদ্দুররুল মুখতার ৪/৩১২; ফাতাওয়া হিন্দিয়া ২/৩০২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন