আকরাম হুসাইন - মুন্সিগঞ্জ
৫৮৫৭. প্রশ্ন
আমরা দুই ভাই মিলে ছয় লক্ষ টাকা দিয়ে একটি সিএনজি কিনেছি। আমি দিয়েছি তিন লক্ষ টাকা। আমার ভাই দিয়েছে তিন লক্ষ টাকা। আমি যেহেতু সিএনজি চালাতে পারি, তাই সিদ্ধান্ত হয়, আমিই সিএনজি চালাব। যা লাভ হবে তার ৬৫% আমি নিব। আর ৩৫% আমার ভাই নেবে। কয়েকমাস এভাবেই চলছে।
মুহতারামের কাছে জানার বিষয় হল, লাভ বণ্টনের উক্ত পদ্ধতি কি শরীয়তসম্মত হয়েছে? জানালে উপকৃত হব।
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে সিএনজি-র মধ্যে আপনাদের দুই ভাইয়ের মালিকানা যেহেতু সমান, তাই লভ্যাংশের হার কম-বেশি করে নির্ধারণ করা সহীহ হয়নি। এক্ষেত্রে যা আয় হয়েছে, সবই আপনাদের দুই ভাইয়ের মধ্যে মালিকানার ভিত্তিতে সমান হারে বণ্টিত হবে। তবে আপনি যেহেতু গাড়ি চালিয়েছেন সেজন্য আপনি ভিন্নভাবে এর ন্যায্য পারিশ্রমিকের অধিকারী হবেন। এক্ষেত্রে আপনার পারিশ্রমিকটা শতকরা হারে নেওয়া সহীহ হবে না; বরং নির্দিষ্ট অংকে নির্ধারণ করতে হবে।
-আলমাবসূত, সারাখসী ১১/১৫১; ফাতাওয়া হিন্দিয়া ২/৩০২; রদ্দুল মুহতার ৪/৩২৬; দুরারুল হুক্কাম শরহু মাজাল্লাতিল আহকাম ৩/২৭