রবিউল আউয়াল ১৪৪৪ || অক্টোবর ২০২২

আবদুল খালেক খান - ফতুল্লা, নারায়ণগঞ্জ

৫৮৫৫. প্রশ্ন

আমি একটি মসজিদ কমিটির সভাপতি। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষে আমার এক খ- জমি উক্ত মসজিদের জন্য ওয়াকফ করার নিয়ত করি। জমিটি বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত। গত বছর আমার ছেলেকে আমার ইন্তেকালের পর বাজারের উক্ত জমিটি মসজিদের জন্য ওয়াকফ করলাম মর্মে মৌখিকভাবে অবগত করি। ইতিমধ্যে আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে মসজিদসংলগ্ন একটি জমি খরিদ করি। এখন এলাকাবাসীর দাবি হল, বাজারের জমির পরিবর্তে মসজিদ সংলগ্ন জমিটি মসজিদের জন্য ওয়াকফ করলে মসজিদ সম্প্রসারণ করা যাবে। এখন আমার প্রশ্ন হল, বাজারের জমি ওয়াকফ সম্পন্ন হয়ে গেছে কি? যদি না হয় তাহলে বাজারের জমির পরিবর্তে মসজিদ সংলগ্ন জমিটি ওয়াকফ করা বৈধ হবে কি?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে বাজারের জমিটির ওয়াকফ আপনার মৃত্যুর পরের সাথে সম্পৃক্ত করার কারণে ওয়াফকটি এখানো সম্পন্ন হয়নি। ফলে জমিটির উপর এখনো আপনার মালিকানা বহাল আছে। সুতরাং এ জমির পরিবর্তে আপনি আপনার মসজিদ সংলগ্ন জমি মসজিদে ওয়াকফ করতে পারবেন।

-ফাতাওয়া খানিয়া ৩/২৮৮; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৯৩; আলইসআফ, পৃ. ১২৫; আলবাহরুর রায়েক ৫/২০৮; রদ্দুল মুহতার ৪/৩৪৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন