রাশেদ - কুমিল্লা
৫৮৫১. প্রশ্ন
জনাব, আমার আব্বু, আম্মুকে নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন। আমরা দুই ভাই ঢাকা থাকি। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আমার আব্বু গত সপ্তাহে ইন্তেকাল করেন। গ্রামের বাড়িতে আমাদের অন্য কোনো আত্মীয়ও নেই। এখন আমার আম্মুর জন্য সেখানে ইদ্দতের সময় একা থাকা কঠিন হয়ে পড়েছে। তিনি কখনও আব্বুর কথা মনে করে আবার কখনও ভয়ে মানসিকভাবে ভেঙে পড়ছেন। এদিকে আমরাও অফিস থেকে ছুটি পাচ্ছি না। এমতাবস্থায় আমাদের জন্য কি আম্মুকে গ্রামের বাড়ি থেকে ঢাকায় আমাদের বাসায় নিয়ে আসার কোনো সুযোগ আছে? জানালে খুব উপকৃত হতাম।
উত্তর
স্বাভাবিক অবস্থায় স্বামীর মৃত্যুতে স্ত্রীর জন্য স্বামীর বাড়িতেই ইদ্দত পালন করা জরুরি। বিশেষ ওজর ছাড়া অন্য কোথাও ইদ্দত পালন করা জায়েয নয়।
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার মায়ের ওযরটি যেহেতু খুব গুরুতর বিধায় স্বামীগৃহে থাকা তার জন্য কঠিন হয়ে পড়েছে। তাই তাকে গ্রামের বাড়ি থেকে আপনাদের কাছে নিয়ে আসার সুযোগ রয়েছে। তবে নিরাপত্তা ও খেদমতের সুবিধার্থে যেখানেই তিনি স্থানান্তরিত হবেন সেখানেই বাকি ইদ্দত পূর্ণ করবেন।
-কিতাবুল আছার, বর্ণনা ৫০৭; শরহু মাআনিল আছার, হাদীস ৪৫০০; আলমাবসূত, সারাখসী ৬/৩৪; বাদায়েউস সানায়ে ৩/৩২৬; ফাতাওয়া খানিয়া ১/৫৫৩; ফাতহুল কাদীর ৪/১৬৭; আলবাহরুর রায়েক ৪/১৫৪