আনোয়ার হোসেন - বগুড়া
৫৮৫০. প্রশ্ন
কিছুদিন আগে আমার উমরার সফর হয়। উমরার তাওয়াফের সাত চক্কর পূর্ণ হওয়ার পরও সাত চক্কর হয়নি ভেবে আমি আরেকটি চক্কর পূর্ণ করে ফেলি। এরপর বুঝতে পারি যে, এটা অষ্টম চক্কর ছিল। আমি তখন তাওয়াফ বন্ধ করে তাওয়াফের দুই রাকাত নামায আদায় করি। একজন আমার ঘটনা শুনে বললেন, অষ্টম চক্কর করার দ্বারা আপনার দ্বিতীয় তাওয়াফ শুরু হয়ে গেছে। তাই আপনার দ্বিতীয় তাওয়াফ সম্পন্ন করা জরুরি ছিল।
মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি, আমার কাজটি কি সঠিক ছিল, নাকি ঐ ব্যক্তির কথা অনুযায়ী দ্বিতীয় তাওয়াফ সম্পন্ন করা উচিত ছিল?
উত্তর
ঐ ব্যক্তির কথা ঠিক নয়। আপনি যেহেতু ভুলবশত সপ্তম চক্কর হয়নি মনে করে অষ্টম চক্কর দিয়েছেন, তাই এর দ্বারা দ্বিতীয় তাওয়াফ শুরু হয়নি। তাই তা পূর্ণ করা জরুরি নয়।
-আলমুহীতুর রিযাবী ২/২০০; আলবাহরুল আমীক ২/১২৪৮; আলবাহরুর রায়েক ২/৩২৯; আদ্দুররুল মুখতার ২/৪৯৬; শরহুল মানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ১৬৬