রবিউল আউয়াল ১৪৪৪ || অক্টোবর ২০২২

সাকিবুল হাসান - ফেনী

৫৮৩৬. প্রশ্ন

আমার নানু মাসে দুই-তিনবার হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়েন। দুই তিন ঘণ্টা এভাবে অচেতন থাকেন। এরপর বিভিন্ন তদবীর চালানোর পর জ্ঞান ফিরে পান। নানু জানতে চেয়েছেন, তাঁর  এই অজ্ঞান অবস্থায় ছুটে যাওয়া নামাযগুলোর হুকুম কী? তিনি নাকি কার থেকে শুনেছেন, অজ্ঞান অবস্থায় নামাযের ওয়াক্ত চলে গেলে সেই নামাযের কাযা আদায় করতে হয় না। এ কথা কি ঠিক? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

অজ্ঞান অবস্থায় কোনো নামায ছুটে গেলে তার কাযা আদায় করতে হয় না- একথা এতটা ব্যাপক নয়; বরং পাঁচ ওয়াক্ত নামায বা এর চেয়ে কম সময় অজ্ঞান থাকলে সেই নামাযগুলোর কাযা আদায় করা জরুরি। আর ছয় ওয়াক্ত বা এর চেয়ে বেশি সময় অজ্ঞান থাকলে, সেই নামাযগুলোর কাযা আদায় করা জরুরি নয়। সুতরাং আপনার নানুর অজ্ঞান অবস্থায় এক দুই ওয়াক্ত চলে গেলে, তার কাযা অবশ্যই আদায় করতে হবে।

-কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ, বর্ণনা ১৭০; কিতাবুল আছল ১/১৯০; আয্যাখীরাতুল বুরহানিয়া ২/৪০৬; খুলাসাতুল ফাতাওয়া ১/১৯৫; আলবাহরুর রায়েক ২/১১৭; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৪৮২; আদ্দুররুল মুখতার ২/১০২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন