ইবরাহীম - ঢাকা
৫৮৩৫. প্রশ্ন
আমার দাদা অনেক অসুস্থ। আগে তিনি বসে নামায পড়তেন। এখন প্রচ- অসুস্থতার কারণে বসে নামায পড়তে পারেন না। ইতিমধ্যে তাঁর অনেক নামায কাযা হয়ে গেছে। তিনি চাচ্ছেন, জীবদ্দশায় কাযা নামাযগুলোর ফিদইয়া আদায় করতে। জানার বিষয় হল, আমার দাদার জীবদ্দশায় কি তাঁর কাযা নামাযগুলোর ফিদইয়া আদায় করা যাবে, করলে তা আদায় হবে?
উত্তর
জীবদ্দশায় যতক্ষণ মাথার ইশারাতেও নামায আদায়ের সক্ষমতা থাকে ততক্ষণ পর্যন্ত নামাযের ফিদইয়া দেওয়া যাবে না। এ রকম ক্ষেত্রে ফিদইয়া দিলে ফিদইয়া আদায় হবে না। বরং অসুস্থ হলেও তাঁর কর্তব্য হল, যথাসম্ভব মাথার ইশারায় বিগত কাযা নামাযগুলো আদায় করতে থাকা এবং ওসিয়ত করে যাওয়া- যে নামাযগুলো কাযা করতে পারবে না ওয়ারিশগণ সেগুলোর ফিদইয়া আদায় করে দেবে।
-বাদায়েউস সানায়ে ১/২৮৪; ফাতাওয়া তাতারখানিয়া ২/৪৫৯; আলবাহরুর রায়েক ২/১১৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৫; রদ্দুল মুহতার ২/৭৪