রবিউল আউয়াল ১৪৪৪ || অক্টোবর ২০২২

তাজোয়ার - ফেনী

৫৮৩২. প্রশ্ন

কুরআনে কারীম তিলাওয়াত করার সময় আমার কখনো ওযু চলে যায়। তখন পাশে ওযু আছে এমন কাউকে না পেলে গিলাফ দিয়েই কুরআন মাজীদ বন্ধ করি।

মুহতারামের কাছে জানতে চাই, আমার এ কাজটি কি ঠিক হচ্ছে? জানিয়ে বাধিত করবেন।

 

উত্তর

গিলাফ দিয়ে কুরআন বন্ধ করা জায়েয হবে। কেননা, গিলাফ পৃথক একটি কাপড়। তাই অন্যান্য পবিত্র কাপড়ের মত তা দিয়েও কুরআন মাজীদ স্পর্শ করা যাবে।

-বাদায়েউস সানায়ে ১/১৪০; আলমুহীতুল বুরহানী ১/২১৯; ফাতহুল কাদীর ১/১৪৯; হালবাতুল মুজাল্লী ১/১৮৪; আলবাহরুর রায়েক ১/২০১; আদ্দুররুল মুখতার ১/১৭৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন