মাহদী হাসান - মুনসিগঞ্জ
৫৮২৮. প্রশ্ন
আমাদের বাড়ী থেকে একটু দূরে একটি জমি আছে। জমিটি আমার আব্বা তার ঘনিষ্ঠ বন্ধু আনছার আলীর জন্য অসিয়ত করেন। অসিয়ত করার কয়েকদিন পর আনছার আলী সাহের হার্ট এ্যাটাক করে মারা যান। তার কিছুদিন পর আমার আব্বারও ইন্তেকাল হয়ে যায়। আব্বার মৃত্যুর পর আনছার আলী সাহেবের ছেলেরা আমাদের কাছে পূর্বের অসিয়ত অনুযায়ী সেই জমিটি দাবি করে। কিন্তু আমরা এই বলে দিতে অস্বীকার করি যে, আব্বা জমিটি তোমাদের বাবার জন্য অসিয়ত করেছেন, তোমাদের জন্য তো আর অসিয়ত করেননি। সুতরাং আমরা তোমাদেরকে কেন জমি দিব?
সম্মানিত মুফতী সাহেবের কাছে জানার বিষয় হল, আমরা কি এখন বাবার অসিয়ত অনুযায়ী জমিটি তাদেরকে দিতে বাধ্য? না দিলে কি আমরা গোনাহগার হব? জানালে উপকৃত হব।
উত্তর
আপনার বাবার বন্ধু আনছার আলী সাহেব যেহেতু আপনার বাবার আগেই মৃত্যুবরণ করেছেন, তাই তার জন্য আপনার বাবা যে অসিয়ত করেছিলেন তা বাতিল হয়ে গেছে। সুতরাং তার ছেলেরা উক্ত অসিয়তের ভিত্তিতে জমিটি দাবি করতে পারবে না; বরং জমিটি আপনার বাবার মিরাস হিসেবে গণ্য হবে।
-শরহু মুখতাসারিত তাহাবী ৪/১৬০; বাদায়েউস সানায়ে ৬/৪৩২; আলহাবিল কুদসী ৬/৪৩২; ফাতাওয়া হিন্দিয়া ৬/১০৫; আদ্দুররুল মুখতার ৬/৬৯৩