মুহাম্মাদ রায়হান উদ্দীন - ঢাকা
৫৮২৪. প্রশ্ন
আমার দশজন বন্ধু তাদের জমাকৃত ৫ লক্ষ টাকা আমাকে ব্যবসার জন্য দেয়। গত ছয় মাস যাবৎ এ টাকা দিয়ে আমি ব্যবসা করে আসছি। ব্যবসার যাবতীয় মালামাল আমি চকবাজার থেকেই আনি। গত সপ্তাহে মাল আনতে চকবাজার যাওয়ার সময় মটরসাইকেল এক্সিডেন্ট হই। এতে আমি গুরুতর আহত হই। আমার একটি পা ভেঙ্গে যায়। চিকিৎসার জন্য অনেক টাকা দরকার।
মুহতারামের কাছে জানতে চাই, যেহেতু ব্যবসায়িক পণ্য কেনার উদ্দেশ্যে বের হয়েই আমি আহত হয়েছি, তাই ব্যবসার টাকা থেকে আমার চিকিৎসা খরচ নিতে পারব কি না? পারলে কতটুকু নিতে পারব? বিস্তারিত জানালে উপকৃত হব।
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে ব্যবসার মাল থেকে আপনার চিকিৎসা খরচ নিতে পারবেন না। অবশ্য পুঁজিদাতারা যদি স্বতঃস্ফূর্তভাবে আপনাকে এ বাবদ কিছু দিতে চায় তবে তা নেওয়া জায়েয হবে।
-আলমাবসূত, সারাখসী ২২/৬৩; বাদায়েউস সানায়ে ৫/১৪৯; তাবয়ীনুল হাকায়েক ৫/৫৫১; শরহুল মাজাল্লাহ ৪/৩৫৪