আবু সাঈদ - উত্তরা, ঢাকা
৫৮২২. প্রশ্ন
কিছুদিন আগে আমার বাবা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তখন আমি মান্নত করেছিলাম, যদি আমার বাবা সুস্থ হয়ে যান তাহলে আমি একটি গরু সদকা করব এবং হারাম শরীফে গিয়ে দুই রাকাত নামায আদায় করব। আলহামদু লিল্লাহ আমার বাবা সুস্থ হয়েছেন এবং আমি একটি গরুও সদকা করেছি। কিন্তু সৌদি আরব যাওয়ার বর্তমানে আমার সামর্থ্য নেই। তাই আমি হারাম শরীফে গিয়ে দুই রাকাত নামায আদায় করতে পারছি না। মুহতারাম, আমি এখন কী করতে পারি?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে হারাম শরীফে গিয়ে নামায পড়া জরুরি নয়; বরং যে কোনো স্থানে থেকে ঐ উদ্দেশ্যে দুই রাকাত নামায আদায় করলেই আপনার মান্নত পুরা হয়ে যাবে। এক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে নামায আদায় করাই মুখ্য। স্থানের বিষয়টি আবশ্যক নয়।
-সুনানে আবু দাউদ, হাদীস ৩৩০৫; আলমাবসূত, সারাখসী ৩/১৩২; মুখতারাতুন নাওয়াযিল ২/২৪৭; খুলাসাতুল ফাতাওয়া ২/১২৯