আব্দুল আলীম - সাতক্ষীরা
৫৮১৯. প্রশ্ন
আমার স্ত্রীর পান খাওয়ার অভ্যাস ছিল, যা আমার কাছে মোটেও পছন্দ না। তাকে অনেকবার বারণ করার পরও সে পান খাওয়া ছাড়েনি। একদিন রাগ করে আল্লাহর কসম করে তাকে বলি, তোর সাথে আর এক চালের নিচে একসাথে থাকব না। আমার ঐ কথা শোনার পর আমার স্ত্রীও রাগ করে বাপের বাড়ি চলে যায়। এভাবে পাঁচ মাস পার হয়ে যায়। আমিও আমার সিদ্ধান্তে অটল থাকি। কিন্তু সে এখন পান খাওয়া ছেড়ে দিয়েছে। আমার কাছে চলে আসতে চাচ্ছে। যেহেতু সে পান খাওয়া ছেড়ে দিয়েছে তাই আমিও তাকে ফিরিয়ে নিতে চাচ্ছি। এখন হুজুরের কাছে জানার বিষয় হল, আমার উক্ত কথাটি বলার কারণে কি আমাদের বিবাহে কোনো সমস্যা হয়েছে? আমরা কি একসাথে থাকতে পারব?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত কথাটি বলার কারণে এবং এতদিন পৃথক থাকার কারণে আপনাদের বিবাহে কোনো সমস্যা হয়নি। আপনারা পূর্বের মতো এখনো স্বামী-স্ত্রী হিসেবে একসাথে বসবাস করতে পারবেন। তবে যেহেতু তার সঙ্গে একসাথে থাকবেন না বলে কসম করেছিলেন। তাই একত্র হওয়ার কারণে আপনাকে কসম ভঙ্গের জন্য একটি কাফ্ফারা দিতে হবে। কসমের কাফফারা হল, দশজন মিসকিনকে দুই বেলা তৃপ্তিসহকারে খাবার খাওয়ানো। অথবা তাদের প্রত্যেককে এক জোড়া করে কাপড় দেওয়া। আর এ দুটির কোনোটিতে সমর্থ না থাকলে লাগাতার তিন দিন রোযা রাখতে হবে।
-বাদায়েউস সানায়ে ৩/২৫৪; আলমুহীতুল বুরহানী ৫/২০০; আলইখতিয়ার ৩/৩৮৩; রদ্দুল মুহতার ৩/৭২৫