সফর ১৪৪৪ || সেপ্টেম্বর ২০২২

মুনতাসির - ফেনী

৫৮১৪. প্রশ্ন

গত রমযানে একদিন এক সমস্যার কারণে আমাকে ডাক্তার দেখাতে হয়েছিল। ডাক্তার সাহেব তখন আমাকে ব্ল্যাড টেস্ট দেন। তারপর টেস্টের প্রয়োজনে আমার হাত থেকে এক সিরিঞ্জ রক্ত নেওয়া হয়।

রোযা অবস্থায় এভাবে সিরিঞ্জ দিয়ে রক্ত নেওয়ার কারণে আমার সেদিনের রোযার কি কোনো ক্ষতি হয়েছে? যদি ক্ষতি হয়ে থাকে তাহলে এখন আমার করণীয় কী?

উত্তর

রোযা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে রোযা ভাঙ্গে না। তাই সিরিঞ্জ দিয়ে রক্ত নেওয়ার কারণে আপনার রোযার কোনো ক্ষতি হয়নি।

-কিতাবুল আছল ২/১৪৬; তাবয়ীনুল হাকায়েক ২/১৬৯; মাজমাউল আনহুর ১/৩৬৪; রদ্দুল মুহতার ২/৪১৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন