সফর ১৪৪৪ || সেপ্টেম্বর ২০২২

মুহাম্মদ আব্দুল কারীম - ঢাকা

৫৮০৯. প্রশ্ন

এক বছর আগে আমার স্ত্রীর দশ ভরি স্বর্ণের অলংকার হারিয়ে যায়। অনেক খোঁজাখুজির পরও কোথাও তা পাওয়া যায়নি। কয়েকদিন আগে আমাদের এক প্রতিবেশী তাবলীগে চিল্লা দিয়ে এসে অলংকারগুলোর চুরির দায় স্বীকার করে। তারপর অনুতপ্ত মনে ক্ষমা চেয়ে সেগুলো ফিরিয়ে দেয়।

মুহতারাম মুফতী সাহেবের নিকট জানতে চাই, অলংকারগুলোর গত বছরের যাকাত কি আদায় করতে হবে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে অলংকারগুলোর গত বছরের যাকাত দেওয়া লাগবে না। কেননা অলংকারগুলো হারিয়ে যাওয়ার কারণে গত বছর তা আপনার স্ত্রীর যাকাতযোগ্য সম্পদের অন্তর্ভুক্তই ছিল না।

-কিতাবুল আমওয়াল, আবু উবাইদ রাহ., বর্ণনা ১১৮৫; কিতাবুল আছল ২/১১৩; আলমাবসূত, সারাখসী ২/১৭৩; বাদায়েউস সানায়ে ২/৮৮; আলমুহীতুল বুরহানী ৩/২৫২; আলমুগনী, ইবনে কুদামাহ ৪/২৭২; আলবাহরুর রায়েক ২/২০৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন